খুলনা | মঙ্গলবার | ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৫ ভাদ্র ১৪৩২

কালিগঞ্জে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা : মেয়ে জামাইসহ ৪ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২১ এ.এম | ০৯ সেপ্টেম্বর ২০২৫


সাতক্ষীরার কালীগঞ্জে তুচ্ছ ঘটনা ও পারিবারিক কলহের জের ধরে ফাতেমা বেগম নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার বিকেলে উপজেলার কাকশিয়ালি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বৃদ্ধার মেয়ে-জামাই ও নাতি-নাতনীরা পালিয়েছে। নিহত ফাতেমা বেগম উপজেলার কাকশিয়ালী গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী।
জানা গেছে, ফাতেমা বেগমের সঙ্গে তার মেয়ে খালেদা বেগমের পারিবারিক কলহ চলে আসছিল। রোববার খালেদা তার ছেলে আব্দুল­াহকে নিয়ে মায়ের বাড়িতে আসে। বিকেলে পারিবারিক কলহের এক পর্যায়ে মেয়ে খালেদা ও জামাই আফজালসহ নাতি-নাতনিরা ফাতেমা বেগমকে লাঠি দিয়ে পিটাতে পিটাতে রাস্তার ধারে নিয়ে যায়।  এ সময় বৃদ্ধা মাটিতে পড়ে গেলে মৃত ভেবে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। 
খবর পেয়ে বোন সেলিনা বেগম গুরুতর আহত অবস্থায় ফাতেমা বেগমকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। 
খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক তপন কুমার হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় নিহতের বোন সেলিনা বেগম বাদী হয়ে রাতেই মেয়ে খালেদা বেগম, জামাতা আফজাল ও নাতি আব্দুল­াহসহ ৪ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। মামলা তদন্তকারী কর্মকর্তা কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।