খুলনা | মঙ্গলবার | ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৫ ভাদ্র ১৪৩২

নগরীর জোড়াগেট এলাকায় পান-সিগারেটের দোকানীকে হত্যা চেষ্টায় হামলা, গুলি

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৮ এ.এম | ০৯ সেপ্টেম্বর ২০২৫


নগরীর জোড়াগেট বিশ্বাসবাড়ী এলাকায় পান-সিগারেটের দোকানীকে হত্যা প্রচেষ্টায় অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারাত্মক আহত দোকানী কবির হোসেনের পিতা আব্দুল জলিল ব্যাপারী খুলনা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রতিদিনের মতো পান-সিগারেটের দোকান বন্ধ করে জোড়াগেটস্থ রেলওয়ের বিশবাড়ী এলাকার বাসায় ফেরেন কবির হোসেন (৪৫)। রাত পৌনে একটার দিকে অজ্ঞাতনামা ১৫/২০ জন ব্যক্তি তার বাড়ির সামনে উপস্থিত হয়ে কবির হোসেনের নাম ধরে ডাকতে থাকে। ডাক শুনে রুমের দরজা খুললে মুখে মুখোশ পরিহিত অজ্ঞাতনামা ১৫/২০ জন ব্যক্তির ভিতর হতে ৩/৪ জন ব্যক্তি দ্রুত রুমের ভিতর প্রবেশ করে কবির হোসেনকে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে গুলি করে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। স্বামীকে বাঁচাতে স্ত্রী সুমী বেগম ডাকচিৎকার করতে শুরু করে। একপর্যায়ে লোহার হাতুড়ি, হকস্টিক ও লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে সন্ত্রাসীরা। পরে কবির হোসেনকে মৃত ভেবে ফেলে রেখে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।