খুলনা | মঙ্গলবার | ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৫ ভাদ্র ১৪৩২

কমিটি গঠন হেদায়েত আহবায়ক ও শাওন সদস্য সচিব

সাংবাদিক বুলুর মৃত্যু রহস্য উন্মোচনের দাবিতে স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৫ এ.এম | ০৯ সেপ্টেম্বর ২০২৫


সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর (৬০) রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটনে ‘সাংবাদিক বুলুর মৃত্যুরহস্য উন্মোচন বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব মোঃ হেদায়েৎ হোসেন মোল­াকে আহবায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওনকে সদস্য সচিব করে সোমবার এ কমিটি গঠন করা হয়। 
কমিটিতে খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে), মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), আঞ্চলিক সংবাদপত্র পরিষদ, খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, খুলনা রিপোর্টার্স ইউনিটি, খুলনা ক্রাইম রিপোর্টার্স ইউনিটি, পেশাদার সাংবাদিক সুরক্ষা মঞ্চ, খুলনা জার্নালিস্ট প্রোটেক্ট কমিটিসহ সাংবাদিক সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অন্তভুক্ত হবেন। 
সভায় সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে অধিকতর তদন্তের দাবি জানানো হয়। এ দাবিতে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র‌্যাব-৬ সিইও, পিবিআই এসপি, নৌপুলিশ খুলনার এসপি’র সাথে পর্যায়ক্রমে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া এ দাবিতে খুলনার নাগরিক সমাজের সমন্বয়ে প্রতিবাদ সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।
কেইউজের সহ-সভাপতি কাজী শামিম আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব মোঃ হেদায়েত্ৎ হেসেন মোল­া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মিজানুর রহমান মিল্টন, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, রিপোর্টাস ইউনিটির সভাপতি গৌরাঙ্গ নন্দী, এস এম হাবিব, হাসান আহমেদ মোল­া, কৌশিক দে বাপী, এইচ এম আলাউদ্দিন, আনোয়ারুল ইসলাম কাজল, হাসান হিমালয়, রকিব উদ্দিন পান্নু, সুনীল দাস, গাজী মনিরুজ্জামান, আব্দুর রাজ্জাক রানা, আনিসুর রহমান কবীর, এসএম মনিরুজ্জামান, নেয়ামুল হোসেন কচি, জাহিদুল ইসলাম ও আল মাহমুদ প্রিন্স প্রমুখ।
গত ৩১ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে রূপসা সেতুর ২নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র লাশ উদ্ধার করে পুলিশ।