খুলনা | শুক্রবার | ১২ সেপ্টেম্বর ২০২৫ | ২৮ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপে সব ম্যাচ অফিসিয়ালই নারী, আছেন বাংলাদেশের জেসি

ক্রীড়া প্রতিবেদক |
০৩:২৭ পি.এম | ১১ সেপ্টেম্বর ২০২৫


ক্রিকেটে নারীর ক্ষমতায়নে দারুণ এক ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে আইসিসি। মেয়েদের এই বিশ্ব আসরের জন্য ম্যাচ অফিসিয়ালসদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। সেখানে সুযোগ পাওয়া সবাই নারী। আইসিসি জানিয়েছে, আসন্ন নারী ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মতো সম্পূর্ণ নারী ম্যাচ অফিসিয়ালসদের একটি দল দায়িত্ব পালন করবে।

যদিও সাম্প্রতিক তিনটি ইভেন্ট- ২০২২ কমনওয়েলথ গেমস (বার্মিংহাম) এবং শেষ দুটি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সব নারী অফিসিয়ালস দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু নারী বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম এই দায়িত্ব পেতে চলেছেন নারী ম্যাচ অফিশিয়ালসরা।

১৪ জন আম্পায়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে আছেন সাথিরা জাকির জেসি। সঙ্গে আছেন ক্লেয়ার পোলসাক, জ্যাকুলিন উইলিয়ামস এবং সু রেডফার্ন- যারা তৃতীয়বারের মতো নারী বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন। আর লরেন এগেনব্যাগ ও কিম কটন থাকছেন তাদের দ্বিতীয় বিশ্বকাপে।

তারা ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আসরে অস্ট্রেলিয়ার সপ্তম শিরোপা জয়ের সময় দায়িত্ব পালন করেছিলেন। ম্যাচ রেফারি প্যানেলের চারজন হলেন ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ, জি.এস. লক্ষ্মী এবং মিশেল পেরেইরা। তারা ভারত ও শ্রীলঙ্কায় ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ মনে করেন, সম্পূর্ণ নারী অফিসিয়াল প্যানেল নারী ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এবং এটি ভবিষ্যতে আরও অনেক সাফল্যের পথ দেখাবে। তিনি এটিকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ্য করেছেন। সেই সঙ্গে লিঙ্গ সমতার ধাপ হিসেবে মূল্যায়ন করছেন তিনি।

জয় শাহ আইসিসির এক বিবৃতিতে বলেন, 'এটি নারী ক্রিকেটের যাত্রায় একটি মাইলফলকের মুহূর্ত, যা আমরা বিশ্বাস করি খেলার প্রতিটি ক্ষেত্রে আরও বহু দৃষ্টান্ত স্থাপন করবে। নারী ম্যাচ অফিশিয়ালসদের অন্তর্ভুক্তি কেবল একটি মাইলফলক নয়, বরং ক্রিকেটে লিঙ্গসমতার প্রতি আইসিসির অবিচল অঙ্গীকারের শক্তিশালী প্রতিফলন।'

ম্যাচ অফিসিয়ালস প্যানেল-

আম্পায়ার
সাথিরা জাকির জেসি, বৃন্দা রাঠি, ক্যানদেস লা বোর্দে, সুই রেডফার্ন, কেরিন ক্লাস্তে, এলোইস শেরিদান, ক্লেয়ার পোসাক, লরেন অ্যাগেনবাগ, গায়ত্রী ভেনুগোপালান, নারায়ণ জননী, নিমালি পেরেরা, জ্যাকুলিন উইলিয়ামস, কিম কটন ও সারাহ ড্যামনেভানা।

ম্যাচ রেফারি
ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিৎজ, জিএস লক্ষ্মী ও মিচেল পেরেইরা।