খুলনা | শনিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৯ ভাদ্র ১৪৩২

ফুলতলায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় লবি

বাংলাদেশে সকল ধর্মের মানুষেরা যুগ যুগ ধরে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবন্ধ

ফুলতলা প্রতিনিধি |
০১:৫২ এ.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৫


খুলনা-৫ (ফুলতলা-ডুমরিয়া) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, বিসিবি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষেরা যুগ যুগ ধরে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবন্ধ। আবহমান কাল ধরে এ দেশে হিন্দু মুসলিম স্বাধীনভাবে তাদের ধর্মীয় ও আচার অনুষ্ঠান পালন করে আসছে। সরকারের পক্ষ থেকে আগামী দুর্গা পূজা উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তার পাশাপাশি আমাদের নেতা-কর্মীরাও আইন শৃঙ্ঘলা রক্ষার্থে আপনাদের প্রতিটি মন্দিরে পাহারা দিবে। আগামী ফেব্র“য়ারি মাসে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটা পক্ষ তা বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু কোন যড়যন্ত্রই নির্বাচন রুখে দিতে পারবে না। এ জন্য সকল নেতা-কর্মীদের  অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। 
তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনে আমার চাওয়া পাওয়ার কোন কিছু নেই। আমি ফুলতলা-ডুমুরিয়াবাসীর সেবা করতে এসেছি। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এই এলাকার একটি দর্শনীয় মসজিদ ও একটি মন্দির স্থাপন করবো। 
শুক্রবার সন্ধ্যায় ফুলতলা উপজেলা বিএনপি’র উদ্যোগে সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিএনপি নেতা ও পূজা উদ্যাপন পরিষদের ফুলতলা উপজেলা আহবায়ক অনুপম মিত্রের সভাপতিত্বে এবং সদস্য সচিব রনজিৎ বোস বিশুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, উপজেলা বিএনপি’র আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, জেলা বিএনপি নেতা ইমরান ওয়াহিদ, খুলনা জেলা বিএনপি’র সদস্য আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপি’র সহ-সভাপতি এস এ রহমান বাবুল, মহানগর বিএনপি নেতা এম বদরুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম কুন্ডু, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, অহিদুজ্জামান মোল্যা নান্না, এনামুল হোসেন পারভেজ, আনোয়ার হোসেন বাবু, সাবেক অধ্যক্ষ প্রফুল­ কুমার চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ সুর, প্রভাষক ফুটলাল দত্ত, বিশ্বনাথ মন্ডল, শিক্ষক গোবিন্দ কুমার নাগ, দুলাল সরকার, মন্দিন্দ্রনাথ মন্ডল প্রমুখ। পরে তিনি রাত সাড়ে ৮টায় ফুলতলা বাজার গামছা চান্দিনায় বাজার ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।