খুলনা | রবিবার | ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৯ ভাদ্র ১৪৩২

গীতিচক্র সঙ্গীত নিকেতনে রবীন্দ্র ও নজরুল প্রয়াণ দিবস উদযাপন

খবর বিজ্ঞপ্তি |
১২:১২ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৫


কথা, কবিতা, গান ও নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে  গীতিচক্র সঙ্গীত নিকেতন বিশকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ বার্ষিকীর অনুষ্ঠানমালা শুক্রবার বিকেল ৪টায়  সংগঠনের বয়রা পূজাখোলাস্থ নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি সমরেশ রায়ের সভাপতিত্বে মাধবী টিকাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের উপর আলোচনা করেন সংগছঠনের নেতৃবৃন্দ। পরে গীতিচক্র সঙ্গীত নিকেতনের পরিচালক বাংলাদেশ বেতার খুলনার কন্ঠশিল্পী সমরেশ রায়ের গ্রন্থনা, পরিকল্পনা ও সঙ্গীত পরিচালনায়
অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের  দলীয় সঙ্গীত পরিবেশন করেন তারপর একে একে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত, পরিবেশন করেন অনুরাগ রায়,  শ্রাবন্তী বাওয়ালী, অহনা দাস, জয়া গোলদার, দীপিকা রায়, প্রিয়ন্তী মন্ডল, আফরোজা খাতুন, সুমনা পাল, সৌভিক তরফদার, দেবপ্রভা বৈরাগী, জয়ী মন্ডল, অর্পিতা দাস, অরণ্য দেবনাথ, তিতলী ঘোষ, রাহুল দাস, রিক অধিকারী, তথা রায়, অনুসুয়া রায়সহ সংগঠনের ৫০ জন শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।