খুলনা | রবিবার | ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৯ ভাদ্র ১৪৩২

শারদীয় দুর্গোৎসব, বটিয়াঘাটায় পূজা পরিষদের প্রস্তুতি সভা

২৫ দফা দিকনির্দেশনা মেনে সা¤প্রদায়িক স¤প্রীতিতে দুর্গাপূজা করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৩১ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৫


জেলার বটিয়াঘাটা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে উপজেলা সদর নাট মন্দির প্রাঙ্গনে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা শনিবার দুপুর ১টায় অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে ধর্মানুরাগী সমীরণ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা।
সভায় বলা হয়, অনাগত কালধরে সকল স¤প্রদায়ের সার্বিক সহযোগিতায় সনাতনীরা দুর্গা পূজা পালন করে আসছে। কিছ ুকিছু সময় দুষ্কৃতিকারীরা কিছু বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলেও সকল দলমতের ঊর্ধ্বে থেকে সনাতনীদের সর্ববৃহৎ উৎসব বাঙালির উৎসবে পরিণত করার আহŸান জানানো হয়। 
সভায় ইতিমধ্যে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ সার্বিকভাবে সুন্দর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষ্যে খুলনা জেলার ৯টি উপজেলা ও ১২টি পৌরসভার মন্দিরগুলোর প্রতি ২৫ দফা দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনার মধ্যে রয়েছে মন্দির/মন্ডপে সার্বিক নিরাপত্তা বিবেচনা করে আর্থিক সংগতি সাপেক্ষে সিসি ক্যামেরা সংযোগের ব্যবস্থা করা, উচ্চ শব্দে মাইক/পিএসট ও আতশবাজী/পটকা ব্যবহার থেকে বিরত থাকা, ভক্তিমূলক সংগীত ব্যতিত অন্য কোন গান বাজানো থেকে বিরত থাকা, কোন প্রকার গুজবে বিভ্রান্ত না হয়ে দুর্ঘটনার সংবাদ তাৎক্ষণিক সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কেন্দ্রীয় মনিটরিং সেলকে জানানো, স্থায়ী মন্দিরের বাইরে অস্থায়ী মন্দিরের প্রতিমা বিজয় দশমীর দিন সন্ধ্যা ৭টার মধ্যে নিরঞ্জনের ব্যবস্থা করা এবং প্রতিমা নির্মাণ স্থান ও পূজামন্ডপে স্বেচ্ছাসেবক দ্বারা ২৪/০৭ পাহারার ব্যবস্থা করতে হবে।
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা পূজা পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, মহিলা সম্পাদিকা শোভা রানী হালদার, উপদেষ্টা শিমুল কুমার দাস, ধর্মানুরাগী ও সমাজসেবক অরবিন্দ মহলদার, জেলা পূজা পরিষদের উপদেষ্টা প্রবীর রায়, ইন্দ্রজিৎ চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বটিয়াঘাটা উপজেলা পূজা পরিষদের আহবায়ক রামপ্রসাদ রায়, সদস্য সচিব বিদ্যুৎ কুমার রায়, উপজেলা কমিটির কার্যনির্বাহী সদস্য নিরেশ গোলদার, সমরেশ রায়, গৌরাঙ্গ গোলদার, তুলসী দাস মালাকার, বিউটি রানী পাল, কালী দাস ঢালী, অলোক মলি­ক, প্রসেঞ্জিত গোলদার, সত্যানন্দ মন্ডল, প্রহল্লাদ রায়, ভদ্রকান্ত বৈরাগী, সমীরণ রায়, প্রসন বিশ্বাস, অচিন্ত্য রায়, তারক চন্দ্র রায়, পূর্ণেন্দু রায় মহলদার, হীরন্ময় রায় ও বাদল কুমার বিশ্বাস প্রমুখ।