খুলনা | রবিবার | ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ৩০ ভাদ্র ১৪৩২

বাগেরহাটের চার আসনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০১:৩২ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৫


ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি মাওলানা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন ৫৩ বছরে নৌকা, ধানের শীষ ও লাঙ্গলকে পরীক্ষা করেছেন। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছে। জিয়াউর রহমানকে, সাত্তার সাহেবকে, খালেদা জিয়াকে পরীক্ষা করেছেন, ফেল করেছে। আপনাদের আশা আকাক্সক্ষা পূরণ করতে পারেনি। একটা বার আপনারা ইসলামকে পরীক্ষা করেন। অনুরোধ করছি দুই হাত জোড় করে একবার মাত্র ইসলামকে পরীক্ষা করুণ। ইসলাম আগে কখনও ফেল করেনি, এখনও ফেল করবে না। ইনশাআল­াহ আপনাদের জানমাল রক্ষা করতে সক্ষম হবো। আমরা পরীক্ষায় পাস করবো। আর যদি ফেল করি আর কোনদিন পরীক্ষার হলে আসবো না। আর আগামীতে সম্মিলিত ইসলামী জোটগুলোর পক্ষ থেকে যদি ঐক্যবদ্ধভাবে একটি ভোট বাক্স দিতে পারি তাহলে শিয়ালরা এদেশ থেকে পালাতে বাধ্য হবে। আগামীতে ইসলামী শক্তিকে ক্ষমতায় আনার জন্য সকলকে কাজ করার অনুরোধ করেন এই নেতা। শবিবার বিকেলে বাগেরহাট শহরের রেলরোড চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতী মোস্তফা কামাল, ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আতিয়ার রহমান, জেলা জামায়াতের আমীর মাওঃ রেজাউল করিম, নায়েবে আমীর এড. আব্দুল ওয়াদুদ, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকি, হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আব্দুল মাবুত, কেন্দ্রীয় যুবনেতা মাওলানা আবু বকর, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি ফকির শহিদুল ইসলাম, মাওঃ ফারুক হোসাইন, সেক্রেটারী হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মুফতী নরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সভাপতি মাওঃ শাহজালাল সিরাজী, শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আবু মুসা গাজী, যুবনেতা মুফতী তরিকুল ইসলাম।
সমাবেশ শেষে দলটির অন্যতম শীর্ষ নেতা মুফতি মাওলানা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বাগেরহাটের চারটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। প্রার্থীরা হলেন বাগেরহাট-১ আসনে মোলা মুজিবর রহমান শামীম, বাগেরহাট-২ আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আতিয়ার রহমান, বাগেরহাট-৩ আসনে অধ্যক্ষ শেখ জিল­ুর রহমান ও চার আসনে মাওলানা ওমর ফারুক নূরী।
সমাবেশে দলটির বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। দুপুরেই রেল রোড চত্বর নেতা-কর্মীর উপস্থিতিতে কানায় কানায় ভরে যায়। সমাবেশে দলটির নেতা-কর্মী ছাড়াও জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, এনসিপিসহ সমমনা ইসলামী দলগুলোর জেলা কমিটির শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।