খুলনা | রবিবার | ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৯ ভাদ্র ১৪৩২

শিবসা নদী খনন ও উপকূলে টেকসই ভেড়িবাঁধ নির্মাণের দাবি

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৪ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৫


শিবসা-কপোতাক্ষ দ্রুত খনন ও উপকূলে টেকসই ভেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা সমিতি ঢাকার আয়োজনে তালা উপজেলা সমিতি ও কপোতাক্ষ ফোরাম ঢাকার যৌথ উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
এ কে এম সাঈদ হোসেনের সভাপতিত্বে মুহাঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম কাগজী, পাইকগাছা সমিতি ঢাকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গাজী আব্দুস সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শেখ আইয়ুব আলী,  তালা উপজেলা সমিতি ঢাকার অর্থ সম্পাদক এম এ তোয়াব, পাইকগাছা সমিতি ঢাকার অর্থ সম্পাদক তারিকুল হাসান, তালা উপজেলা সমিতি ঢাকার সদস্য মাহাতাব উদ্দিন শহিদ প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে সুন্দরবনের পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। টেকসই ভেড়িবাঁধের অভাবে প্রতিবছর বর্ষা মৌসুমে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অন্যদিকে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে নদ-নদীগুলো ভরাট হয়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে খুলনা জেলার পাইকগাছা অঞ্চলে শিবসা নদী ভরাট হয়ে নালায় পরিণত হয়েছে। একই অবস্থা খুলনা-সাতক্ষীরা জেলার উপর দিয়ে প্রবাহিত দেশের ঐতিহ্যবাহী নদ কপোতাক্ষের।
বক্তারা আরও বলেন, পাইকগাছা উপজেলার পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত এক সময়ের খরস্রোতা শিবসা নদীতে লঞ্চ, স্টিমারসহ বিভিন্ন নৌযান চলাচল করেছে। খুলনা থেকে কয়রা, পাইকগাছা ও আশাশুনির বড়দল এলাকার লোকজন নৌপথে সহজেই যাতায়াত করতো। অথচ সেই নদী এখন পলি জমে সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। জেগে উঠছে বিশাল চর। ফলে বর্ষা মৌসুম এলেই জোয়ারের পানিতে পাইকগাছা বাজার প্লাবিত হচ্ছে। এতে বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্যোগে-দুর্ভোগের মধ্যে দিন কাটছে নদী পাড়ের মানুষের। জীবিকা হারিয়ে অনেকেই এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। এলাকাবাসী মনে করে নদী খনন ছাড়া এ সমস্যার কোনো সমাধান নেই। তাই খুলনা ও সাতক্ষীরাবাসীর অন্যতম দাবি শিবসা-কপোতাক্ষ খনন। একই সঙ্গে উপকূলে টেকসই ভেড়িবাঁধ নির্মাণ।