খুলনা | রবিবার | ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ৩০ ভাদ্র ১৪৩২

ফুলতলায় আসাদ রফিক পাঠাগারে মতবিনিময় সভায় লবী

বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে যাবো

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৭ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৫


ফুলতলা উপজেলা আসাদ রফিক পাঠাগারের উদ্যোগে সুধীজনদের সাথে মতবিনিময় সভা শনিবার বেলা ১২টায় পাঠাগারে অনুষ্ঠিত হয়। খুলনা বিএল কলেজের সাবেক অধ্যক্ষ শফিউল সরদারের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী আসগার লবী।
উপজেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক ওয়াহিদুজ্জামান নান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ আবুল বাশার, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, জেলা বিএনপি’র অন্যতম সদস্য ওয়াহিদ হালিম ইমরান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আনোয়ার হোসেন বাবু, এনামুল হোসেন পারভেজ, মাস্টার সন্দীপন রায়, আব্দুল হালিম বিশ্বাস, আবু সাঈদ কবির, মোঃ ইব্রাহিম সরদার, মোহাম্মদ সিরাজ মোড়ল, আব্দুর রউফ গাজী, মোহাম্মদ সাইদুল ইসলাম, কাজী বাবলু, খন্দকার তবিবুর রহমান তুহিন, জায়েদ হাসান লাভলু প্রমুখ।
সভায় তিনি বলেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন ও আমার দল জনসাধারণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের নিরলস ভাবে কাজ করে যাবো।
সভায় তিনি ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সুধীজনদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান।