খুলনা | রবিবার | ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ৩০ ভাদ্র ১৪৩২

শহিদ মিনারে শ্রদ্ধায় সিক্ত ‘লালনকন্যা’ ফরিদা পারভীন

খবর প্রতিবেদন |
০৩:০০ পি.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৫


কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় নিলেন ‘লালনকন্যা’ হিসেবে খ্যাত ফরিদা পারভীন। বৃষ্টিস্নাত আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নিয়ে আসা হয় শহিদ মিনারে। সেখানে প্রথমেই শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়।

এরপর একে একে বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কণ্ঠশিল্পী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এ কণ্ঠশিল্পীকে। শ্রদ্ধা শেষে প্রতিক্রিয়ায় বলেন, লালন সংগীতের পাশাপাশি,আধুনিক বাংলা গান ও নজরুল সংগীতে তার দখল ছিল চোখে পড়ার মতো। তার বিদায়ে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন শ্রদ্ধা জানাতে আসা ভক্তরা।

এর আগে গতকাল শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে না ফেরার দেশে চলে যান সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী এবং ৪ সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন।

সাম্প্রতিক সময়ে তার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হয়। এর অংশ হিসেবে গত ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে।

কিন্তু সেখানে ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এর পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত চলে যান না–ফেরার দেশে।

১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেন ফরিদা পারভীন। ১৪ বছর বয়সে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়। এরপর পার হতে হয় অনেক চড়াই-উতরাই। পারিবারিক সূত্রেই গানের ভুবনে আসা। গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর।