খুলনা | সোমবার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২

খুলনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে রূঢ় আচরনের অভিযোগ ল’ইয়ার্স জার্নালিস্ট কাউন্সিলের

খবর বিজ্ঞপ্তি |
১১:৪৪ পি.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৫


খুলনার বিচার অঙ্গনে এক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে গুরুত্বর রূঢ় আচরনের অভিযোগ তুলেছেন বৃহত্তর খুলনা ল’ইয়ার্স জানালিস্ট কাউন্সিলের নেতৃবৃন্দ।  শনিবার খুলনায় এ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সন্ধ্যা ৬ টায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. এস এম মাসুদুর রহমানের সভাপতিত্বে ও এড. মোস্তফা বিলালের সঞ্চালনায় জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আজাদ বার্তা সম্পাদক ও এনসিপির খুলনা জেলা সমন্বয়ক এড. এম মাফতুন আহমেদ। 
সভায় বক্তৃতা করেন বৃহত্তর খুলনা ল’ইয়ার্স জার্নালিস্ট কাউন্সিল খুলনা আইনজীবী সমিতি শাখার সভাপতি এড. নাহিদ সুলতানা, এড. প্রশান্ত বিশ্বাস, দুর্নীতি দমন ফোরামের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, কবি ও খুলনা নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন, রবিউল আওয়াল লাবলু, কাজী আবুল বাসার প্রমুখ। 
বক্তারা বলেন, ১নং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অনন্যা রায় দীর্ঘদিন থেকে আইনজীবী এবং বিচারপ্রার্থীদের সাথে চরমভাবে রূঢ় আচারণ করে আসছেন। জুডিসিয়াল কন্ডাক্ট অবমাননা করে চলেছেন তিনি। বিচারবহির্ভূত তার নগ্ন আচরণে এ আদালতের বিচারকের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন আইনজীবী এবং বিচারপ্রার্থীরা। 
প্রশাসনিক শাস্তিসহ তাকে অপসারনে প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জার্নালিস্ট কাউন্সিলের পক্ষ থেকে করা হয়েছে বলেও বক্তারা সভায় উলে­খ করেছেন।