খুলনা | সোমবার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২

জামায়াত ক্ষমতায় আসলে দেওবন্দী কওমী ও আহলে সুন্নাত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না : হেফাজত আমির

খবর প্রতিবেদন |
১২:৫৩ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৫


হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ ইসলামী চিন্তাবিদ আল­ামা শাহ মুহিব্বুল­াহ বাবুনগরী বলেছেন, আওয়ামী লীগ ইসলামের দুশমন। আর, জামায়াত কওমী মাদ্রাসার দুশমন।
আল­াহ তা না করুন, আমি কসম করে আজকে বলে যাচ্ছি, এই ফেরাউনের জাত যদি কোনো ভাবে কখনো সরকারে আসতে পারে, তাহলে দেওবন্দী কওমী ধারা এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াত ধারার (আলীয়া ও সুন্নিয়াত) মাদরাসার তারা কোনো অস্তিত্ব কোথাও রাখবে না। আমি আজকে সাফ এই কথাটা বলছি।
আপনারাই তা দেখবেন। আমি কসম করে বলতে পারি। আল­াহ পানাহ্ দিন, আল­াহ আমাদেরকে পানাহ দিন। আল­ামা মুহিব্বুল­াহ বাবুনগরী গত বৃহস্পতিবার সেপ্টেম্বর হাটহাজারী ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে উপরোক্ত বক্তব্য রাখেন।
হেফাজতে ইসলামের সাবেক আমির আল­ামা জুনাইদ বাবুনগরীর স্মরণ সভায় আলেম ওলামা মশায়েখদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মাওলানা মামুনুল হক, মাওলানা হারুন ইজহার প্রমুখ। সূত্র : শীর্ষ নিউজ অনলাইন।