খুলনা | সোমবার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২

চারটি আসনের দাবিতে নতুন কর্মসূচি

বাগেরহাটে তিনদিনের হরতাল, আওতামুক্ত থাকবে ব্যবসা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০১:৩৩ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৫


বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে পূর্ব ঘোষিত টানা তিনদিনের হরতালের পরিধি ও সময় কিছুটা কমিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষনা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম। এ সময় বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এড. ওয়াহিদুজ্জামান দীপু, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, জেলা সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম-আহŸায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জেলা নায়েবে আমির এড. আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ঘোষণা অনুযায়ী আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং মঙ্গল ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালিত হবে। হরতালের সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বাজার খোলা থাকবে। জনগণের ভোগান্তি কমাতে রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল চলবে। তবে মহাসড়কে কোন প্রকার যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক চলবে না। স্থানীয় যোগাযোগের ছোট সড়ক হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম।
তিনি বলেন, জনগণের দুর্ভোগ বিবেচনায় হরতালে শুধুমাত্র মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সামনে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা রয়েছে। যার ফলে ব্যবসা প্রতিষ্ঠানও হরতালের আওতামুক্ত থাকবে। তবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোঃ ইউনুস বলেন, জরুরি সেবাদানকারী যানবাহন, এ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের গাড়ি, পরীক্ষার্থীদের বাহন, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেল হরতালের আওতার বাইরে থাকবে। 
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এড. ওয়াহিদুজ্জামান দীপু জানান, আমরা উচ্চ আদালতে রিট করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছি। আশা করি আগামী সপ্তাহে শুনানী হবে। আমরা কাক্সিক্ষত আসন ফিরে পাবো।
এর আগে গেল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে রোববার সরকারি অফিস ঘেরাও, সোম, মঙ্গল ও বুধবার হরতালের ঘোষণা দিয়েছিল সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা। তবে ঘোষনা অনুযায়ী ঘেরাও কর্মসূচি না করে, জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করেন। পরে নতুন কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা।