খুলনা | সোমবার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২

সংসদীয় আসন প্রত্যাহারের প্রতিবাদে হরতালে প্রভাব পড়েনি মোংলা বন্দরে

মোংলা প্রতিনিধি |
০৫:৩৯ পি.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৫


মোংলা-রামপাল আসন-৩ সহ বাগেরহাট জেলার সংসদীয় আসন ৪টি পুর্নবহাল রাখার দাবিতে তৃতীয় দফায় জেলার জুড়ে হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মী ও সমর্থকরা। তবে এর কোন প্রভাবই পড়েনি মোংলা সমুদ্র বন্দরে। খালাস হচ্ছে দেশ-বিদেশী পন্য। সড়ক পথে পন্য পরিবহনের কিছুটা ব্যাহত হলেও নৌপথ পথে চলছে যথা নিয়মে।

জানা যায়, গত সপ্তাহে ৫দিনের কর্মসূচির পর চলতি সপ্তাহে ৪ দিনের কর্মসুচি ঘোষনা করে মোংলা ও বাগেরহাট জেলার সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দরা। এর মধ্যে রবিবার চলছিল সরকারী-বেসরকারী অফিস ঘেরাও, সোমবার সকাল-সন্ধ্যা ও মঙ্গল এবং বুধবার অর্ধ দিবস হরতালের কর্মসুচি ছিল। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পূর্ব ঘোষিত মঙ্গলবার ও বুধবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর পরিবর্তে জেলা ও জেলার সব উপজেলায় অর্ধদিবস নির্বাচন অফিসের সামনে ওই দুইদিন অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের প্রতি সম্মান দেখিয়ে তাদেরকে কেনাকাটা ও আনন্দ উৎসবে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় তার জন্য এরল সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেই মোতাবেক আজ সোমবার সকাল থেকে সড়ক-মহাসড়কে তিনদিন ব্যাপী হরতাল শুরু হয়। তবে মোংলা সমুদ্র বন্দরের কার্যক্রম স্বাভাবিক ছিল। বহিঃনোঙ্গর, হারবাড়িয়া ও জেটি এলাকায় ৯টি পন্য বোঝাই বানিজ্যিক জাহাজ অবস্থান করছে। জাহাজ থেকে খালাস-বোঝাই হচ্ছে আমদানী-রফতানীকৃত পন্য। সড়ক পথের বিভিন্ন স্থানে হরতাল সমর্থনকারীরা বিক্ষোভ মিছিল করলেও নৌপথে পন্য আনা-নেয়া চলছে যথা নিয়মে। সোমবার আরো একটি কয়লা বোঝাই জাহাজ বন্দরে প্রবেশ করার কথা রয়েছে। তবে মোংলা বাসষ্টান্ড থেকে অব্যান্তরীন রুটে দুরপাল্লাসহ কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।  

মোংলা বন্দর কর্তৃপক্ষের (সদস্য অর্থ) কাজী আবেদ হোসেন বলেন, বন্দরকে সচল রাখতে ও ব্যাবসায়ীদের পন্য আমদানী-রফতানির সুবিধার্থে পরিকল্পনা অনুযায়ী জাহাজ ও জেটি এলাকায় কার্যক্রম চলমান রাখা হয়েছে। কারণ দক্ষিণাঞ্চলের চালিকা শক্তি হচ্ছে মোংলা বন্দর। এ অঞ্চলের হাজার হাজার মানুষের কর্মসংস্থান এ বন্দরকে ঘিরে। এছাড়া সরকার এই বন্দর দিয়ে শত শত কোটি টাকা রাজস্ব আয় করছে, সুতারং যে কোন পদ্ধতিতে বন্দরের কার্যক্রম চলমান রাখতে হবে।