খুলনা | মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮৫টি ভারতীয় মোবাইল সেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১৫ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৫


সাতক্ষীরায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৮৫ পিস বিভিন্ন ব্রান্ডের ভারতীয় এ্যান্ডরয়েড মোবাইল ফোন সেট উদ্ধার করেছে। রোববার  বিকেলে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের গেড়াখালী নামক স্থান থেকে মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধার ভারতীয় মোবাইল সেটের মূল্য ২৫ লাখ ৫০ হাজার টাকা। তবে বিজিবি এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি।
বিজিবি সূত্র জানায় সীমান্ত পথে অবৈধভাবে ভারতীয় মোবাইল ফোন আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন কাকডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কৌশলে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা তাদের কাছে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। এক পর্যায় বিকেল ৩টার দিকে সীমান্তের মেইন পিলার ১৩-এর সাব পিলার ৩-এর রেফারেন্স পিলার ৬ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেড়াখালী নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৮৫টি বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক মোবাইল ফোনের সিজার মূল্য ২৫ লাখ ৫০ হাজার টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ভারতীয় মোবাইল ফোন সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।