খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২

ডুমুরিয়া ইউএনওর প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:২৮ পি.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৫


ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের বিরুদ্ধে পাওয়া গেছে প্রতারণার অভিযোগ। বিধবা এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের পরও দিচ্ছেন না স্ত্রীর মর্যাদা। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী উপজেলা নির্বাহী অফিসারের নিকট বিচার চেয়ে দিয়েছেন আবেদন। 
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মেছাঘোনা গ্রামের এক নারী (৩৭) বছর পাছেক আগে বিধবা হন। এরপর থেকে তিনি বাসস্ট্যান্ড এলাকায় একটি চা’র দোকান দেন। ওই দোকানে আসতেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম। চা-বিস্কুট খেতে খেতে হয় পরিচয়। আর অল্প সময়েই তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। স্ত্রীর অসুস্থ্যতার কথা বলে নিয়ে যেতেন বাসায় রান্না করতে। দু’জনেই জড়িয়ে যান দৈহিক সম্পর্কে, এক পর্যায়ে আবদ্ধ হন বিবাহ বন্ধনে। তখন কথা ছিল ওই নারীকে তিনি জমিসহ একটি বাড়ি করে দেবেন। কিন্তু বিয়ের দেড় বছর পেরিয়ে গেলেও কর্মকর্তা নুরুল ইসলাম তাকে তা দেননি। বরং মাস দুই তার সঙ্গে কোন যোগাযোগ করছেন না এবং বর্তমানে স্ত্রী বলেও স্বীকার করছেন না। 
এ প্রসঙ্গে ওই নারী সাংবাদিকদের জানান স্বামীর মৃত্যু’র পর দোকানদারি করে ভালই চলছিল। দ্বিতীয় বিয়ে সাদির কোন চিন্তা ছিল না। কিন্তু উনি খুব অনুরোধ করতেন। এক পর্যায়ে রাজি হয়ে বিয়ে করি। তখন কথা ছিল আমাকে ৩শতক জমিসহ একটি বাড়ি করে দেবে। এর জন্য আমি তাকে টাকাও দিয়েছি। কিন্তু এখন তিনি সবকিছু অস্বীকার করছেন। 
বিষয়টি নিয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান, অভিযোগ পেয়েছি এবং দু’পক্ষ নিয়ে শুনানি শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।