খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২

ফুলতলার মানব পাচার প্রতিরোধ কমিটির অবহিতকরণ সভা নিধি

ফুলতলা প্রতি |
১১:৩০ পি.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৫


আশ্বাস প্রকল্পের সহায়তায় ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির অবহিতকরণ সভা মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ’র সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খান, ইউপি সদস্য হোসনেআরা বেগম, মোঃ ওলিয়ার বিশ্বাস, শেখ আব্দুল হালিম, আব্দুল হালিম সরদার, সাহিদা ইসলাম নয়ন, নব কুমার বৈরাগী, হাফেজ আঃ আজিজ, সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, মোঃ নেছার উদ্দিন, স্বাস্থ্য সহকারী মনিরা সুলতানা, শিক্ষক আব্দুল কাদের মোল্লা, দলিল উদ্দিন মোল্লা দুলু, আলমগীর হোসেন, প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল, কমিউনিটি ফ্যাসিলিটেটর মিতা মজুমদার প্রমুখ। সভায় মানব পাচারের ধরণ, পাচারের কৌশল, ঝুঁকিপূর্ণ কমিউনিটি ও ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দকৃত বাজেট থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং সচেতনতা বৃদ্ধিতে সিদ্ধান্ত গৃহিত হয়। সভা শেষে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য কর্ণার উদ্বোধন করা হয়।