খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২

কপিলমুনি কলেজে নবীনবরণ

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি |
১২:৩০ এ.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর কপিলমুনি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কলেজের শহিদ আবু সাইদ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত নবীন বরণে অংশ নেয় কয়েকশ’ শিক্ষার্থী। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে ভিড় জমতে থাকে শিক্ষার্থী ও অভিভাবকদের। নতুন যাত্রার শুরুতে শিক্ষার্থীদের চোখে মুখে উচ্ছ¡াস আর ভবিষ্যতের স্বপ্ন। নতুন শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে উৎসবমুখর হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। 
কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহারের সভাপত্বিতে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চেয়ারম্যান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বিশেষঞ্জ পরীক্ষক ও কপিলমুনি কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি আনোয়ার আলদীন। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদ বিদ্যুৎসাহী সদস্য সাবরিনা শারমিন আজমী, সম্মানিত অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ আব্দুল মজিদ, শেখ শামছুল আলম পিন্টু, পাইকগাছা উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, এইচ এম শফিউল ইসলাম, শেখ আনারুল ইসলাম, আকরাম জোয়ার্দ্দার ও শেখ ইকবাল হোসেন প্রমুখ।