খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২

খুবিতে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ

পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহŸান উপাচার্যের

খবর বিজ্ঞপ্তি |
০১:২২ এ.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস এবং বিশ্ব ওজোন দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স (ইএস) ডিসিপ্লিনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের নেতৃত্বে হাদী চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে ডিসিপ্লিনের ফিল্ড ল্যাবরেটরিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন উপাচার্য।
এ সময় উপাচার্য বলেন, আমরা যদি পরিবেশকে রক্ষা করি তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে। তিনি পরিবেশ সংরক্ষণ এবং ওজোন স্তর রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহŸান জানান।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মুজিবর রহমানসহ ডিসিপিÍনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।