খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২

খুলনায় আন্তর্জাতিকসহ সব ধরনের ক্রিকেট ম্যাচ চালুর দাবিতে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে মানববন্ধন আজ

খবর বিজ্ঞপ্তি |
০১:২৪ এ.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


খুলনা বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন ও বিপিএল, টেস্ট, টি-টোয়েন্টি,  আন্তর্জাতিকসহ সব ধরনের ক্রিকেট ম্যাচ চালুর দাবিতে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন আজ বুধবার বিকেল সাড়ে তিনটায়।
এ কর্মসূচি সফলের লক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় মহানগর বিএনপি সভাপতি এড. শফিকুল আলম মনার সাথে তার নিজ বাস ভবনে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মোঃ জামাল মোড়ল, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু প্রমুখ। 
এরআগে কর্মসূচি সফলের লক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবে বিকেল ৪টায় ক্লাব ক্রিকেট কোচ এ জে এম অহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন বিভাগীয় ক্রিকেট কোচ মনোয়ার হোসেন মনু, ক্রিকেট কোচ মোঃ আজিজুর রহমান জুয়েল, মোঃ আজমল হোসেন, মোঃ আবু বক্কার সহ প্রমুখ। 
পৃথক মতবিনিময় সভায় বিকাল সাড়ে তিনটায় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ।