খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

সাহসী প্রশ্ন তুলুন, বিভ্রান্তি নয় সত্য সামনে আনুন: প্রেস সচিব

খবর প্রতিবেদন |
০১:২৫ পি.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অল্প কিছু পরিসংখ্যান বেছে নিয়ে অর্থনীতির নাটকীয় ব্যাখ্যা দেন অনেক অর্থনীতিবিদ। তাঁদের ডিগ্রি, আত্মবিশ্বাস আর ঝকঝকে ভাষায় প্রশ্ন তুলতে অনেকেই দ্বিধায় পড়েন। কিন্তু অর্থনীতি কাভার করা সাংবাদিকদের কাজ হলো ঠিক সেই মুহূর্তে সাহসী প্রশ্ন তোলা- যাতে বিভ্রান্তিকর দাবি ভেঙে পড়ে এবং সত্য সামনে আসে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এ স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, কিন্তু অর্থনীতি ও ব্যবসা নিয়ে যারা সংবাদ করেন, তাঁদের জন্য কঠিন প্রশ্ন করা কেবল অধিকার নয়—বরং দায়িত্ব। বিশেষত, যখন সীমিত তথ্যের ওপর দাঁড়িয়ে অর্থনীতিবিদরা সাহসী দাবি করেন, তখনই মুখোশ খুলে দেওয়ার সুযোগ তৈরি হয়। এজন্য সাংবাদিকদের দরকার পূর্ণাঙ্গ পরিসংখ্যানভিত্তিক প্রস্তুতি।

‘শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বাণিজ্য ঘাটতি বা মুদ্রাস্ফীতি নয়, কারখানার শ্রম অসন্তোষ, অপরাধের হার, খাতভিত্তিক পারস্পরিক প্রভাবসহ নানামুখী সূচক হাতে থাকলে অর্থনীতির আসল চিত্র ফুটে ওঠে।’

তিনি আরও বলেন, অন্যথায় সাংবাদিকরা নিজেরাই অজান্তে বিভ্রান্তি ছড়ানোর ঝুঁকিতে পড়তে পারেন। তাই দায়িত্বশীল অর্থনৈতিক সাংবাদিকতার জন্য সাহসী প্রশ্ন তোলা আর পূর্ণাঙ্গ ডেটার ওপর দাঁড়িয়ে প্রতিবেদন করা জরুরি।