খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

আদানির গোপন তথ্য ফাঁস করল কংগ্রেস!

খবর প্রতিবেদন |
০১:৩৪ পি.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত শিল্পপতি গৌতম আদানিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছে কংগ্রেস।

তাদের দাবি, বিহারের ভাগলপুরে ১ হাজার ৫০ একর জমি- যেখানে রয়েছে প্রায় ১০ লাখ গাছ- মাত্র ১ টাকা বার্ষিক ইজারায় ৩৩ বছরের জন্য হস্তান্তর করা হয়েছে আদানি গোষ্ঠীর কাছে।

সেখানে গড়ে তোলা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎকেন্দ্র। কংগ্রেস নেতা পবন খেরা অভিযোগ করেন, বিনামূল্যে জমি, কয়লা ও নদীর জল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করবে আদানি গোষ্ঠী, কিন্তু বিহারের মানুষকে তা কিনতে হবে ইউনিট প্রতি ৬ টাকা ৭৫ পয়সা দরে।

তার ভাষায়, এটাই বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ডাবল লুট। তিনি আরও বলেন, মহারাষ্ট্রের ধারাভি প্রকল্প, ছত্তিশগড়ের বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন রাজ্যে ভোটের আগে একইভাবে আদানিদের প্রকল্প পাইয়ে দেওয়া হয়েছে।

এবার বিহারের নির্বাচনের আগে ভাগলপুরে সেই সুযোগ দেওয়া হলো।

পবন খেরার অভিযোগ, এ প্রকল্পের জন্য ন্যায্যমূল্য না দিয়ে কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছে এবং যাতে তারা বিক্ষোভ দেখাতে না পারেন, সেজন্য প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আগে তাদের গৃহবন্দী করে রাখা হয়।

উল্লেখ্য, সোমবার ভাগলপুরে মোদি মোট ৩৬ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর অন্যতম ছিল আদানি গোষ্ঠীর এই তাপবিদ্যুৎকেন্দ্র।

একই দিনে আদানি এন্টারপ্রাইজ উত্তরাখণ্ডের শোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত ৪ হাজার কোটি টাকার রোপওয়ে প্রকল্পের বরাদ্ধও পায়।

কংগ্রেসের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কেন্দ্রীয় বা বিহার রাজ্য সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি।