খুলনা | বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

ঝিনাইদহে ক্ষতিগ্রস্তদের জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন-অবরোধ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
১১:৩৩ পি.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে দেওয়ার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ব্যবসায়ী, স্থানীয়সহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। ক্ষতিগ্রস্ত জমির মালিক শহিদুল ইসলাম, বদরুজ্জামান, ডাঃ জহুরুল ইসলাম, কমিশনার আনোয়ারসহ অন্যান্যরা এসময় বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, জমির মালিকদের ২০২২ সালের মৌজা মূল্য দেওয়া হচ্ছে। যেসব জমির দাম প্রতি শতাংশ ১০ লাখ টাকা সেই জমির দাম দেওয়া হচ্ছে ২ লাখ টাকা করে। এছাড়াও একটি বাড়ি বা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ক্ষতিপূরণ না দিয়ে আংশিক দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই মালিক ও ব্যবসায়ীদের ন্যায্য মুল্যে নিশ্চিতের দাবি জানানো হয়। পরে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করা হয়। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ থেকে যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাগামী সকল রুটের যানচলাচল। প্রায় ১ ঘন্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাসে বৃহত্তর  কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।