খুলনা | বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

শ্যামনগরে বসতভিটায় জলবায়ু সহনশীল সবজি উৎপাদন প্রশিক্ষণ

শ্যামনগর প্রতিনিধি |
১১:৩৭ পি.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও পদ্মপুকুর ইউনিয়নে বসতভিটায় জলবায়ু সহনশীল সবজি উৎপাদন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সিডা’ এর অর্থায়নে এবং আইআরসি-বাংলাদেশ-এর কারিগরী সহায়তা ও অংশীদারিত্বের মাধ্যমে “ঈষরবহঃং ঈবহঃবৎবফ ঐঁসধহরঃধৎরধহ জবংঢ়ড়হংব: ওসঢ়ৎড়ারহম খরাবং ড়ভ ঈৎরংরং অভভবপঃবফ চবড়ঢ়ষব"- প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে। 
প্রকল্পটির প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খাদ্য নিরাপত্তাহীন ও জলবায়ু সংকটাক্রান্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তার উন্নয়ন করা। প্রকল্পটির আয়োজনে ৭ সেপ্টেম্বর থেকে ৮ দিনব্যাপী বুড়িগোয়ালীনি ও পদ্মপুকুর ইউনিয়নে “বসতভিটায় জলবায়ু সহনশীল সবজী উৎপাদন” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষণে ৮টি ব্যাচে মোট ২০০ জন নারী উপকারভোগী (ক্লায়েন্ট) অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বসতবাড়ির আঙিনায় জলবায়ু সহনশীল সবজি উৎপাদন প্রযুক্তি/পদ্ধতি, বীজ, জৈব সার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে ধারণা প্রদান করা হয়। শ্যামনগর উপজেলা কৃষি স¤প্রসারণ দপ্তরের সম্পৃক্ততায় প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন কৃষি স¤প্রসারণ কর্মকর্তা  কাজী আরিফুল হক, প্রকল্প সমন্বয়কারী মোঃ মোক্তার হোসেন, উপজেলা সমন্বয়কারী মোছাঃ ছফুরা খাতুন এবং প্রশিক্ষণ আয়োজনে সহযোগিতা করেন রাজিব কুমার ও দেবিকা রানী দাশ।