খুলনা | বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

চিতলমারীর মুক্তিযোদ্ধা কমঃ রসময় বিশ্বাসকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ

চিতলমারী প্রতিনিধি |
১১:৩৭ পি.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


চিতলমারী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক কমরেড রসময় বিশ্বাস (৭৮) খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার বিকেল ৪ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে হিজলা ইউনিয়নের পীরেরাবাদ গ্রামের বাড়িতে সমাধিস্থ করা হয়। চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন তাকে গার্ড অফ অনার প্রদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
কমরেড রসময় বিশ্বাস দীর্ঘদিন মুক্ত বাংলা চারিপল­ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তার ছোট মেয়ে রুলি বিশ্বাস এডিসি হিসেবে গোপালগঞ্জে কর্মরত। মেঝ মেয়ে অদিতি বিশ্বাস পিরোজপুর সদরে উপজেলা সহকারী শিক্ষা অফিসার, বড় মেয়ে লুনা বিশ্বাস শিক্ষক হিসেবে বরিশালে এবং ছেলে রাজু বিশ্বাস একটি সংস্থায় কর্মরত। স্ত্রী শিখা রানী হালদার অবসরপ্রাপ্ত শিক্ষিকা। 
রসময় বিশ্বাসের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান পিকলু, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম পায়েল, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর ও সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।