খুলনা | বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

কালিগঞ্জের কৃষ্ণনগরে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪১ পি.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প বুধবার বিকেল ৩টায় মানপুর মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক জামাল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা মোশাররফ হোসাইন চৌধুরী, কর্মপরিষদ সদস্য মাস্টার ইউসুফ আলী, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জামাল ফারুক প্রমুখ। মেডিকেল ক্যাম্প থেকে পল­ী এলাকার তিন শতাধিক নারী ও পুরুষ ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন।