খুলনা | বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

তালায় ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে সাবেক এমপি হাবিব

৭০বছর জেল দিয়ে মেরে ফেলতে চেয়েছিল বেঁচে ফিরেছি, বাকিটা জীবন সেবা করতে চাই

তালা প্রতিনিধি |
১১:৪৪ পি.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তালার ইসলামকাটি ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিকী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গাজী সুলতান আহমেদকে সভাপতি, প্রভাষক আনিসুর রহমানকে সাধারণ সম্পাদক ও খাঁন আব্দুর রাজ্জাককে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করা হয়। বুধবার বেলা ১১ টায় ঘোনা হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী সুলতান আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তিমুলক কথা বলতেন। কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো তার মুখ থেকে একটিও বাজে কথা বলেননি। এই কারনেই তো বেগম খালেদা জিয়া ডেমোক্রেসির মা। বিগত স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার আমাকে ৭০ বছর জেল দিয়েছিল।আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু গণঅভ্যুথানে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। আমি মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে বেঁচে ফিরেছি। আমি এ জনপদের সন্তান। আপনাদের কাছে পরীক্ষা দিয়েছি বারংবার, পাশও করেছি। বাকিটা জীবন আপনাদের সেবা করে যেতে চাই।  
ইসলামকাটি ইউনিয়ন যুবদলের আহক্ষায়ক শেখ আব্দুল মমিন ও  সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাতক্ষীরা-১ আসনের নির্বাচনী টিম লিডার আবুল হাসান হাদি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সি.যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদ, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন্নেসা মিনি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ আজম, সাবেক ছাত্রনেতা খান নাজমুল হুসাইন, ইউনিয়ন বিএনপি নেতা খান আব্দুর রাজ্জাক,আবু হোসেন খান মন্টু, আব্দুস সোবহান, অমল দত্ত, মনিরুল ইসলাম মেম্বর, যুবদল নেতা জাকির হোসেন, বিএনপি নেতা ময়েজ মাতব্বর, ইসলামকাটি যুবদলের সদস্য সচিব আজারুল, ছাত্রদল নেতা মফিজুল ইসলাম, জাসাস নেতা আলামিন মেম্বার, স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান মনি, আজগর আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।