খুলনা | বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

শ্যামনগরে মহিলা দলের সম্মেলনে কাজী আলাউদ্দিন

বেহেস্তের টিকিট বিক্রি করা কোন দলের মিষ্টি কথায় বিভ্রান্ত হবেন না

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৫ পি.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেন, একটি পরিবারের নারী সদস্যরা সব সময় পরিবারের জন্য ত্যাগ স্বীকার করে আসছেন। বিএনপি ক্ষমতায় এলে এসব সফল মা-বোনদের জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে প্রতিটি পরিবার সচ্ছলতার পথে এগিয়ে যাবে। বুধবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সদরের মালঞ্চ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
শ্যামনগর উপজেলা মহিলা দলের সভাপতি নুরজাহান পারভীন ঝর্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহিমা আক্তার কল্পনার সঞ্চালনায় সম্মেলনে তিনি আরও বলেন শ্যামনগর একটি উপকূলীয় উপজেলা। এখানে আধুনিক মানের টেকসই ভেড়িবাঁধ নির্মাণ করা বিএনপি’র অঙ্গীকার। পাশাপাশি এ অঞ্চলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এজন্য মা-বোনেরা বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি আশা করি। তিনি সতর্ক করে বলেন বেহেস্তের টিকিট বিক্রি করা কোনো দলের মিষ্টি কথায় বিভ্রান্ত হবেন না। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, আর সেই গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দৃৃৃঢ়ভাবে কাজ করছে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য এড. এম এ আশেক এলাহী মুন্না। 
সম্মেলনে বক্তারা আশা প্রকাশ করেন এ দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে শ্যামনগর উপজেলা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং আগামীর আন্দোলন-সংগ্রামে তারা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবেন। সম্মেলনে শ্যামনগর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে উপস্থিত হন। নারীদের উলে­খযোগ্য উপস্থিতিতে সম্মেলনস্থল জনসমুদ্রে পরিণত হয়।