খুলনা | বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

খুলনা জিলা স্কুল প্রাঙ্গণে দেড়শ’ শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১১:৫৬ পি.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৫


বিশ^ পরিবেশ ও বিশ্ব ওজোন দিবস ২০২৫ উপলক্ষে আমিন মরিয়ম স্মৃতি পরিষদ খুলনার উদ্যোগে খুলনা জিলা স্কুল প্রাঙ্গণে দেড় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে সুপারির চারা বিতরণ করেন খুলনার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। 
পরিষদের সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাসুদ মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, খুলনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার চৌধুরী, লায়ন্স ডা. বোরহান উদ্দিন আহমেদ, রোটারিয়ান ডা: সৈয়দ আবু সঈদ, বিধান চন্দ্র রায়, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।