খুলনা | বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে নিয়মিত চলছে ষাঁড়ের লড়াই নড়াইলে প্রাণ গেল যুবকের

নড়াইল প্রতিনিধি |
০১:৩৫ এ.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৫


হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নড়াইল সদর উপজেলার রুখালী গ্রামে অনুষ্ঠিত ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে প্রাণ হারালেন রমেন মোল­া (৩৫) নামে এক যুবক। মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বুধবার বিকেলে মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়।
রমেন কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল মান্নান মোল­ার ছেলে। তিনি পেশায় টিউবওয়েল মিস্ত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ষাঁড়ের লড়াই শুরু হলে একটি ষাঁড় মাঠ থেকে বেরিয়ে দৌড়ে যায়। এ সময় দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।
রমেন দৌড়াতে গিয়ে খাবারের ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। মুহূর্তেই ষাঁড়টি তাঁকে চেপে ধরে গুরুতর আহত করে। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, ষাঁড়ের লড়াই একটি অমানবিক বিনোদন। এতে পশুর পাশাপাশি মানুষের জীবনও ঝুঁকিতে পড়ে। পাশাপাশি এমন আয়োজনে আশপাশের রাস্তায় যানজট ও জনদুর্ভোগ দেখা দেয়।
এদিকে, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট খেলার নামে ষাঁড়, মোরগ, ছাগল লড়াই ও কুকুর নিধন বন্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে আদালতের নির্দেশ উপেক্ষা করে নড়াইলসহ বিভিন্ন এলাকায় এখনো নিয়মিত ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হচ্ছে।
এসব আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা অতিথি হয়ে উপস্থিত থাকেন এবং পৃষ্ঠপোষকতা দেন বলে অভিযোগ রয়েছে।