খুলনা | শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২

নড়াইলের নবাগত পুলিশ সুপার রবিউল ইসলামের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নড়াইল প্রতিনিধি |
১১:৪৬ পি.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৫


নড়াইলে নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের সাথে মতবিনিময় করছেন স্থানীয় সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩ সেপ্টেম্বর নড়াইল জেলায় পুলিশ সুপার হিসেবে মোঃ রবিউল ইসলাম যোগদান করেন। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল হক,  পুলিশ বিশেষ শাখার অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এড. এস এম আব্দুল হক, সিনিয়র সাংবাদিক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. তারিকুজ্জামান লিটু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাভলু, সহ-সভাপতি এড. আজিজুল ইসলাম, সুলতান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন, নন্দিতা বোস, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মুন্সী আসাদুর রহমান, দপ্তর সম্পাদক নূরনবী সামদানীসহ নড়াইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা নড়াইলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি,  মাদক ও সন্ত্রাস ইভটিজিংসহ বিভিন্ন সমস্যার কথা পুলিশ সুপারের কাছে উপস্থাপন করে। 
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আমি আসার আগে নড়াইল সম্পর্কে কিছুটা জেনে এসেছি। আপনারা সাংবাদিক, সমাজের প্রতিটি স্তরে আপনাদের পদচারণা। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত নড়াইল করে তুলতে পারব। আপনারা যেকোন তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের সহযোগিতায় একটি সুন্দর নড়াইল উপহার দেয়ার চেষ্টা করব।