খুলনা | শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২

আশাশুনিতে উপজেলা পর্যায়ে এডভোকেসি নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৭ পি.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৫


আশাশুনিতে উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি বিভাগ সমূহের (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ) সাথে এডভোকেসি, নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায় ইকো সোশ্যালডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে, ইনকুলুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার এ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ওঈজউঈঠ-ওও) প্রকল্প’র আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
ইএসডিও-আইসিআরডিসিভি-ওও প্রকল্পের ম্যানেজার মোঃ শামসুল হক মৃধার সঞ্চালনায় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, মুসলিম এইড ইউকে কান্ট্রি অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেন, সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং প্রকল্পের উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।