খুলনা | শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২

দেবহাটায় সুধী সমাবেশে মুহাদ্দিস আব্দুল খালেক

জনদুর্ভোগ কমাতে দ্রুত সাতক্ষীরা উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন চাই

দেবহাটা প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৫


সাতক্ষীরা-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, সাতক্ষীরার মানুষের এখন প্রধান সমস্যা সড়ক। যেটা দিয়ে চলাচল একেবারে অনুপযোগী। তাই দ্রুত সময়ের মধ্যে এই সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করতে হবে। এবিষয়ে আমরা উপরের মহলে কথা বলেছি। দ্রুত কাজ শুরু কারার আশ্বাস দিয়েছেন তারা। তিনি আরো বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। দেশের মানুষ নিরাপদে বসবাস করবে। আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে চাই। জামায়াত ক্ষমতায় আসলে দুর্নীতি কমে যাবে। আমরা সাতক্ষীরাকে এগিয়ে নিতে সাতক্ষীরা উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন চাই। তিনি আরো বলেন, বিগত সরকার দেশ থেকে পালিয়ে গেছেন তাদের কৃতকর্মের জন্য। তাদের পালিয়ে যাওয়াটা আত্মহত্যা করে মরে যাওয়ার চেয়ে লজ্জাজনক। আমাদের উপর জুলুম অত্যাচার হয়েছে আমরা পালিয়ে যাইনি। আমরা দেশকে ভালবেসে দেশের মাটিতে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। জামায়াতে ইসলামীর বিভিন্ন সাংগঠনিক দিক উলে­খ করে দেবহাটা তথা সাতক্ষীরার উন্নয়নে যতরকম কাজ করা যায় সর্বদা সেই প্রচেষ্টা চালাবেন বলে উলে­খ করে আগামী নির্বাচনে জামায়াত ইসলামকে ভোট দেওয়ার আহŸান জানান। 
বৃহস্পতিবার বিকাল ৪টায় সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সহ-সেক্রেটারী মাহবুবুল আলম ও সহ-সেক্রেটারব প্রভাষক ওমর ফারুক। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, আইবিডব্লিউএফ’র জেলা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, দেবহাটা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি রোকনুজ্জামান রোকন, দেবহাটা (দক্ষিণ) সেক্রেটারী আবু সাঈদ, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী সোলায়মান হুসাইন, আব্দুল গফুর সরদার, ইসরায়েল আশেকে মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান জিয়া, মাওলানা আনোয়ারুল ইসলাম সখিপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মঈনউদ্দিন ময়না, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল খালেক তরফদার, দেবহাটা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব বুলবুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।