খুলনা | শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২

ভ্রাম্যমাণ আদালতে চুকনগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:১৫ এ.এম | ১৯ সেপ্টেম্বর ২০২৫


ডুমুরিয়ার চুকনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি এবং পরিবেশনের অপরাধে চুকনগর বাজারে অবস্থিত সৌরভ হোটেল এন্ড বিরিয়ানি হাউজ মালিককে ১০ হাজার টাকা এবং রণজিৎ মিষ্টান্ন ভান্ডার মালিককে ৫ হাজার টাকা জরিমানা পূর্বক আদায় করা হয়। বৃহস্পতিবার আদালত পরিচালনা করেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী। আদালতকে সহযোগিতা করেন চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল­াল হোসেন, নাজির কিরণ বালা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও থানা পুলিশের  এস আই ইব্রাহিম হোসেন।