খুলনা | শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২

শ্যামনগরে সেনা অভিযানে ভারতীয় ওষুধসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা |
১২:১৬ এ.এম | ১৯ সেপ্টেম্বর ২০২৫


সেনাবাহিনী কালিগঞ্জ ক্যাম্পের সদস্যরা এক অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ওষুধ ও পাতার বিড়ি আটক করেছে। কালিগঞ্জের পাউখালী ক্যাম্পের ইনচার্জ মেজর নাহিদের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মুন্সিগঞ্জ বাজার সংলগ্ন এলাকার সিরাজুল, আব্দুর রহিম ও তার ভগ্নিপতি রওশান আরার বাড়িতে অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। এসময় অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় মালামাল সংরক্ষণ রাখার অভিযোগে রওশনারা, মোজাম আলী ও আশরাফ হোসেন লাটা নামের তিনজনকে আটক করে। কালিগঞ্জ সেনা ক্যাম্প সুত্র জানিয়েছে, ভারত থেকে চোরাইপথে বিভিন্ন ধরণের ওষুধ এনে বিক্রি করতো চক্রটি। আব্দুর রহিম ও তার বোন রওশন আরার বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষধ ও দুই বস্তা ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে। জব্দ বা উদ্ধারকৃত ভারতীয় মালামালের তালিকা প্রস্তুতসহ আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে।