খুলনা | শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছা প্রতিনিধি |
১২:১৬ এ.এম | ১৯ সেপ্টেম্বর ২০২৫


পাইকগাছায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিক্রয়, মূল্য তালিকা না টানানো এবং মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার অপরাধে তাদের আর্থিক দণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের প্রাণ কেন্দ্র জিরোপয়েন্ট এলাকার মিষ্টি এবং ফলের দোকানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মিষ্টি ব্যবসায়ী কনক কুমার ঘোষকে ৩ হাজার, ফল ব্যবসায়ী শাহদাৎ হোসেনকে ৩ হাজার এবং আরিফুর রহমানকে ১ হাজারসহ মোট ৭ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল ও পেশকার তুহিন বিশ্বাস।