খুলনা | শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২

কয়রায় জামায়াতের আমিরের বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার

কয়রা প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ১৯ সেপ্টেম্বর ২০২৫


কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমানের বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় চায়ের দোকানী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এক নং কয়রা গ্রামে  মিজানের বাড়ি থেকে লাশটি উদ্ধার হয়। নিহত তরিকুল ইসলাম (২৮) শ্যামনাগরের গাবুরা ইউনিয়নের মধ্যম খসিয়া বুনিয়া এলাকার  মোঃ আব্দুল  কাদেরের সন্তান। তিনি মিজানের বাড়িতে ভাড়া থেকে কয়রা বাজারে চায়ের দোকান চালাতেন।  
পুলিশ জানায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ১৬-২০ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান এটা পরিকল্পিত হত্যা হত্যাকান্ড হতে পারে। যেভাবে গলায় ফাঁস লাগানো এভাবে কেউ আত্ম হত্যা করতে পারে না।গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশের পা মাটিতে পড়ে ছিল। যদি সে নিজে গলায় ফাঁস দিত তাহলে পা মাটিতে লাগানো ও পায়ে ভাজ থাকতো না, পা মাটি থেকে উপরে থাকতো।কেউ হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে।এছাড়া লাশের গায়ে ও মাথায় কয়েক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। এলাকাবাসি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সঠিক তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের আহŸান জানান। 
এ ব্যাপারে জানতে বাড়ির মালিক মিজানুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম  বলেন এটি  আত্মহত্যা নাকি হত্যা তা উদ্নে পুলিশ কাজ করছে। তরিকুলের স্ত্রীর সাথে পারিবারিক দ্ব›দ্ব চলছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।