খুলনা | শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২

বিএনপি খুলনা বিভাগীয় সমন্বয় সভা

পূজা উৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে প্রস্তুত থাকার আহবান

খবর বিজ্ঞপ্তি |
০১:২৫ এ.এম | ১৯ সেপ্টেম্বর ২০২৫


কেন্দ্রীয় বিএনপি’র তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তুলে ধরে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার এবং দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানিয়ে বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা এদেশের নাগরিক। তাদের নিরাপত্তা দেয়া বিএনপি’র নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর একটি অভিজাত হোটেলে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘেœ উদ্যাপনের লক্ষ্যে দলের সকল স্তরের নেতা-কর্মীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার বাস্তবায়নে খুলনা বিভাগীয় বিএনপি’র সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, আমরা সরকারের কাছে যে মানদণ্ড আশা করবো, আমাদের নিজেদেরও সেই মানদন্ডে উন্নীত করতে হবে। জামায়াত ও পতিত ফ্যাসিবাদীরা যোগসাজশ করছে। বুদ্ধিমত্তার সাথে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতে ফ্যাসিবাদ ও গুপ্তরাজনৈতিক দলগুলো একাট্টা হয়েছে। তারা পূজা মন্ডপগুলোকে টার্গেট করেছে। পূজা উৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে প্রস্তুত থাকার আহŸান জানিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, বাংলাদেশ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে এবং নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে-দু®কৃতিকারীরা ততই সুযোগের অপেক্ষায় রয়েছে, যারা নির্বাচনকে পেছাতে চায় এবং দেশের গণতন্ত্র ব্যাহত করতে চায়। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, তারাই সা¤প্রদায়িক স¤প্রীতি নষ্ট করেছে। যারা সুযোগ সন্ধানী এবং নির্বাচন বানচাল করতে চায়, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। একে অপরের ওপর দায়িত্ব না চাপিয়ে যার যার অবস্থানে থেকে সজাগ থাকতে হবে। জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকায় সতর্ক থাকতে হবে।
খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ ইসলাম অমিতের সভাপতিত্বে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, বাগেরহাট জেলার সমন্বয়ক এম এ সালাম, নড়াইল জেলার সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম, যশোর জেলার সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাতক্ষীরা জেলার সভাপতি রহমত উল­াহ পলাশ, ঝিনাইদহ জেলার সভাপতি এম এ মজিদ, মাগুরা জেলার সভাপতি আলী আহম্মেদ, চুয়াডাঙ্গার সভাপতি শরীফ উদ্দিন, মেহেরপুরের সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, এড. মোমরেজুল ইসলাম, দেলোয়ার হোসেন খোকন, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, আবু জাহিদ ডাব্লু, মোজাফ্ফার আলম, মনিরুল ইসলাম, মানোয়ার হোসেন ও এড. কামরুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে হিন্দু স¤প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কোন প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাক্সিক্ষত ঘটনার চক্রান্ত যাতে কেউ করতে না পারে-সে বিষয়ে সা¤প্রদায়িক স¤প্রীতি, সংহতি ও সকল ধর্মের মানুষের নির্বিঘেœ ধর্ম পালনের অধিকারে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নেতা-কর্মীরা সার্বক্ষণিক সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। যাতে পূজাকে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের অনুচরেরা কিংবা দেশের ভাবমূর্তি বিনষ্ট ও চক্রান্তকারীরা কোন অপতৎপরতা চালাতে না পারে। 
সভায় স্ব স্ব এলাকায় হিন্দু স¤প্রদায়ের মানুষরা যাতে নির্বিঘেœ, শান্তি ও স্বস্তি সহকারে উৎসব পালন করতে পারে সেজন্য দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। 
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা ও মহানগরের অধীন প্রত্যেক উপজেলা/থানা/পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পূজামন্ডপের জন্য পূজা উদ্যাপন কমিটির সদস্যবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিন-রাত পাহারার ব্যবস্থা করার সিদ্ধান্ত গৃহীত হয়। 
সভায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ স্ব-স্ব বিভাগের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সিদ্ধান্ত গৃহীত হয়।