খুলনা | শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় না খেয়ে ৪৩৫ জনের মৃত্যু

খবর প্রতিবেদন |
০১:৩৩ এ.এম | ১৯ সেপ্টেম্বর ২০২৫


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধায় অনাহারে থেকে অপুষ্টিতে ভুগে ৪৩৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নতুন করে অনাহারে আরও চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে মোট মৃতের সংখ্যা ৪৩৫ জনে পৌঁছেছে।
প্রায় দুই বছর ধরে গাজায় বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনি এ উপত্যকায় অব্যাহত হামলার পাশাপাশি সেখানে অবরোধ আরোপ করে রেখেছে তারা। এতে করে সাধারণ মানুষের যে পরিমাণ খাবার প্রয়োজন সেগুলো গাজায় প্রবেশ করছে না। এতে করে খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে সেখানকার মানুষকে।
ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আহত হয়েছেন দেড় লাখের বেশি বাসিন্দা। হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করা হয়।
এত মানুষের মৃত্যুর পরও গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল।
কিছুদিন আগেও গাজা সিটিতে ১০ লাখের বেশি মানুষ ছিলেন। ইসরায়েলি হামলার কারণে অনেকে শহরটি ছাড়ছেন। ধারণা করা হচ্ছে চার লাখ মানুষ এখন অন্যত্র সরে গেছেন।
দুই সপ্তাহ আগে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে কাতারের দোহায় বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর যুদ্ধবিরতির আলোচনা পুরোপুরি থমকে যায়। এরমধ্যেই গাজা সিটিতে বড় পরিসরে স্থল হামলা চালাচ্ছে তারা। সূত্র: মিডেল ইস্ট আই।