খুলনা | সোমবার | ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২

দৌলতপুরে সচেতনতামূলক অনুষ্ঠানে একবার ব্যবহার্য প্লাস্টিক বর্জনের ডাক

খবর বিজ্ঞপ্তি |
১২:০৬ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৫


একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠান রোববার সকালে অনুষ্ঠিত হয়। সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের শিক্ষা ও সংস্কৃতি অফিসার এসকেএম তাছাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিএল কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর রউফ মোল­া।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বেলা’র নেটওয়ার্ক সদস্য সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান সুমন, স্কুল শিক্ষক আশীষ কুমার সরকার ও মোঃ মাছুম বিল­াহ। সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বেলার বিভাগীয় সমন্বয়ক  মাহফুজুর রহমান মুকুল। স্কুলের নবম ও দশম শ্রেণীর অর্ধশতাধিক শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা এ অনুষ্ঠানের আয়োজক। 
সভায় একবার ব্যবহার্য প্লাস্টিকে না বলি। বেশী বেশী করে বৃক্ষ রোপণ করার ব্যাপারে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।