খুলনা | মঙ্গলবার | ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৮ আশ্বিন ১৪৩২

কীটনাশক, নৌকা, জাল ও চিংড়ি জব্দ

সুন্দরবনে পৃথক অভিযানে ৫ বিষদস্যু আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি |
১২:১৩ এ.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৫


সুৃন্দরবন থেকে কীটনাশকসহ জেলে নামধারী পাঁচ বিষদস্যুকে আটক করেছেন বনরক্ষীরা। রোববার পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক বিষদস্যুদের কাছ থেকে ৭ বোতল রিপকর্ড কীটনাশক, ২টি নৌকা, ২টি জাল ও বিষ প্রয়োগে ধরা প্রায় এক মণ চিংড়ি জব্দ করা হয়।
বনবিভাগ জানিয়েছে রোববার সন্ধ্যায় সুপতি স্টেশনের বনরক্ষীরা বেতমোর সাইড খালে অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় খলিল, আলামীন ও জাহিদ নামে তিন জনকে আটক করে। তাদের কাছ থেকে দুই বোতল রিপকর্ড, ৩৯ কেজি চিংড়ি ও একটি খালপাটা জাল জব্দ করা হয়।
একই দিন বিকেলে শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মোঃ খলিলুর রহমানের নেতৃতে বনরক্ষীরা বনের ২ নম্বর কম্পার্টমেন্টের দুধমুখী ডলফিন অভয়ারণ্য এলাকার ভাইজোড়া খালে অভিযান চালিয়ে বাবুল হাওলাদার ও ইব্রাহীম বেপারীকে আটক করে। এ সময় দলের আরো চার সদস্য পালিয়ে যায়। এদের কাছ খেকে পাঁচ বোতল রিপকর্ড, দু’টি নৌকা ও একটি চরপাটা জাল জব্দ করা হয়। আটক বিষদস্যুদের সবার বাড়ি শরণখোলার সোনাতলা ও রায়েন্দা গ্রামে।  
ডিএফও মোঃ রেজউল করীম চৌধুরী বলেন আটক বিষদস্যুদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বেপরোয় বিষদস্যুরা যাতে কোনো ভাবেই অপতৎপরতা চালাতে না পারে সে ব্যাপারে পূর্ব বনবিভাগের শরণখোলা এবং চাঁদপাই রেঞ্জের সকল স্টেশন ও টহল ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।