খুলনা | বৃহস্পতিবার | ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২

খুলনা কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

খবর বিজ্ঞপ্তি |
১২:১০ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৫


খুলনা কলেজে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সূর্যাস্তের সাথে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা, ক্বিরাত ও হামদ-নাথ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, দোয়া ও তবারক বিতরণ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম আতিকুল¬াহ। রাসূল (সাঃ) এর জীবন ও কর্মের উপর আলোচনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবুল বাসার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবুল কাসেম আল মাহদী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ওয়ালিউল¬াহ এবং জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক শেখ হামিদুজ্জামান হামিদ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ জাবের হোসেন, কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি শামীমা সিদ্দিকী। অনুষ্ঠানের আহŸায়ক ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।