খুলনা | বৃহস্পতিবার | ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২

সভাপতি কায়ছেদ : সম্পাদক কিবরিয়া

ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:১১ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৫


নগরীর ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন খানজাহান আলী থানা বিএনপি’র সাবেক সভাপতি ও যোগীপোল ইউপির সাবেক চেয়ারম্যান মীর কায়ছেদ আলী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া। মঙ্গলবার ভোর ৩টায় ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোল¬া সোহাগ হোসেন।
বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি মাসুদ মোড়ল, সহ-সাধারণ সম্পাদক আজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, প্রচার সম্পাদক মোঃ আব্বাস তালুকদার, কোষাধ্যক্ষ পদে মোঃ হাবিবুর রহমান, ধর্ম ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নুর আলম, তিনজন নির্বাহী সদস্য হলেন মোঃ আবু বক্কর সিদ্দিক স্বাধীন, মোঃ মাসুম বিল¬াহ, মোহাম্মদ তোফাজ্জল হোসেন। খুলনা শ্রম ও পরিচালকের দপ্তরের পরিচালক হাফিজ আহমেদ মজুমদার, উপ-পরিচালক ফারুক হোসেন ও মোঃ মাহবুব আলম নির্বাচন পর্যবেক্ষণ করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ফুলবাড়ীগেট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোঃ হাফিজুর রহমান। সদস্য সচিব ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল¬া সোহাগ হোসেন, সদস্য ইকবাল হোসেন মিজান ও মোঃ মইনুল ইসলাম।