খুলনা | বৃহস্পতিবার | ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২

নড়াইলে পানিতে ডুবে ও সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি |
১২:২২ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৫


নড়াইলে সাপের কামড়ে সানজিদা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রী চর গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটি  করফা গ্রামের রোমান ভূঁইয়ার মেয়ে।  পার্শ্ববর্তী মামা বাড়ি ডিগ্রীর চরে থেকে সে একটি মাদ্রাসায় লেখাপড়া করতো।
জানা গেছে পরিবারের সদস্যদের সাথে শিশুটি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ভোররাতে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
এদিকে সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের পাইকমারি গ্রামে সেকেন সরদারের মেয়ে শিশু আনিসা (২) বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে মারা গেছে। বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। শিশুটি খেলার সময় পরিবারের সকলের অজান্তে ডোবায় পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা সচেতন অবস্থায় ডোবা থেকে তাকে উদ্ধার করে নড়াইল জেলা  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষণা করেন।