খুলনা | বৃহস্পতিবার | ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১০ আশ্বিন ১৪৩২

নগরীতে পাঁচ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক |
০১:৪০ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৫


নগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। এরই ধারাবাহিকতায় খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম বুধবার রাত আড়াইটার দিকে মহানগর গেয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুরের বঙ্গবাসী এলাকায় অভিযান চালিয়ে আব্দুল­াহ নয়ন (২৭) কে ৫ লক্ষ ৭ হাজার ৪০০ জাল টাকাসহ হাতেনাতে আটক করেন। গ্রেফতার নয়ন বঙ্গবাসী ১৯নং রোডের মোঃ মোতালেব হোসেনের ছেলে। এ ঘটনায় খালিশপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।