খুলনা | রবিবার | ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ আশ্বিন ১৪৩২

দৌলতপুর কলেজের অধ্যক্ষের কাছে চাঁদা দাবি করে হত্যার হুমকি, জিডি

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৯ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৫


নগরীর দৌলতপুর কলেজের (দিবা-নৈশ) অধ্যক্ষ এএসএম আনিসুর রহমানের কাছে  দুই লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার ব্যবহৃত মোবাইলে ফোন করে এ চাঁদা দাবি হয়। চাঁদা না পেলে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এঘটনায় অধ্যক্ষ এ এসএম আনিসুর রহমান খানজাহান আলী থানায় একটি জিডি করেছেন (নং ১২৩২, ২৬-০৯-২০২৫ইং)।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, দৌলতপুর কলেজে (দিবা-নৈশ) অধ্যক্ষ হিসাবে কর্মরত। পরিবারের সদস্যদের নিয়ে শিরোমনি হাইস্কুলের সামনেই রানীকুঞ্জতে বসবাস করি। ২৬ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিটে বাসায় অবস্থানকালে তাকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে অজ্ঞাত ব্যক্তি কল করে ২ লাখ টাকা দাবি করে। দাবিকৃত দুই লাখ টাকা না দেয় তাহলে তাকে মাডার করবে বলে হুমকি দেয়। তিনি ও তার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছেন।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তুহিনুজ্জামান বলেন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি দিয়েছে মর্মে জিডি হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।