খুলনা | সোমবার | ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ আশ্বিন ১৪৩২

পলিথিন ব্যবহার না করার শপথ গ্রহণ ১১ অক্টোবর

খবর বিজ্ঞপ্তি |
০২:০৩ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৫


গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ, খুলনার পরিবারবর্গ পলিথিন ব্যবহার না করার জন্য ১১ অক্টোবর বেলা ১১টায় শপথ গ্রহণ করবেন। জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন। শনিবার বেলা ১১টায় হোটেল গোল্ডেন কিং-এ অনুষ্ঠিত এ সংগঠনের এক সভায় উল্লিখিত সিদ্ধান্ত নেয়া হয়। 
সভায় বলা হয় সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে ব্যবসায়ীরা পলিথিন ব্যবহার করছে। পরিবেশ অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে বক্তারা বলেন, নগরীতে প্রতি দিন ৫০ কেজি পলিথিন বিক্রি হচ্ছে। ডাস্টবিন ও নর্দমায় এ অপদ্রব্য ব্যাবহারের ফলে পানি সরবরাহ কমেছে। রূপসা, ভৈরব ও ময়ূর নদের গভীরতা কমেছে। খানজাহান আলী রোড, শেরে বাংলা রোডের ড্রেন ভাগাড়ে পরিণত হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে এ নগরী ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আরও বাড়তে পারে। নগরবাসীকে সচেতন করার লক্ষ্য এ উদ্যোগ নেওয়া হয়। পণ্য বহনের জন্য বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. আ. ফ. ম মহসীন সভায় সভাপতিত্ব করেন। নগরবাসীকে পলিথিন ব্যবহার না করার আহবন জানিয়ে বক্তৃতা করেন মানবাধিকার কর্মী এড. মোমিনুল ইসলাম, সংগঠনের সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, নাগরিক নেতা সরদার আবু তাহের, শেখ আব্দুল হালিম, আবু হারুনার রশিদ, এড. আজিজুর রহমান, মোঃ দাউদ আলী ও মানবাধিকার কর্মী মোঃ জামাল মোড়ল। সভায় নগরীকে যানজটমুক্ত করতে নিয়মিত ফুটপাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং খুলনা নগরীকে স্বাস্থ্যসেবায় উন্নতি করার জন্য পরিকল্পনা নেয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ধন্যবাদ জানানো হয়।