খুলনা | সোমবার | ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ আশ্বিন ১৪৩২

শ্যামনগরে মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৬:০৭ পি.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৫


সাতক্ষীরার শ্যামনগরে মৎস্যঘের থেকে মো: মাফিজুর রহমান (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা গ্রামের একটি ঘেরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

মো: মাফিজুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে।

মৃতের চাচা ডাক্তার আজহারুল ইসলাম বলেন, ছোট থেকেই মাফিজুরের মৃগীরোগের সমস্যা ছিল। শনিবার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে রোববার সকালে তাকে ঘেরের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সন্ধ্যায় ঘেরের রাস্তা দিয়ে মাফিজুর তার ভাইয়ের বাড়িতে যাওয়ার সময় অজ্ঞান হয়ে পানিতে পড়ে যায়। এতে তার মৃত্যু হতে পারে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সবুর গাজী বলেন, এর আগেও কয়েকবার মাফিজুর পানিতে পড়ে গিয়েছিলো। গতকাল সন্ধ্যা ৭ টা পর্যন্ত তাকে মানুষজন ঘোরা ফেরা করতে দেখে। এরপরে তার আর খোঁজ পাওয়া যায়নি। রোববার সকালে শুনলাম তার লাশ ঘেরের পানিতে পাওয়া গেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্যা জানান, মৃতের গাঁয়ে কিছু দাগ পাওয়া গেছে। প্রাথমিক ধারণা মতে শরীরের নরম জায়গায় মাছ বা জলজ প্রাণী আঘাত করে থাকতে পারে আবার অন্য কিছুও হতে পারে। ময়না তদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা সম্ভব হবে। এখন একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।