খুলনা | বুধবার | ০১ অক্টোবর ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২

নগরীতে মন্ডপে মন্ডপে রকিবুল ইসলাম বকুল

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ

খবর বিজ্ঞপ্তি |
০২:০১ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৫


বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসব শারদীয় দুর্গাপুজা। শারদীয় দুর্গাপূজা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবনে একটা বিশেষ স্থান দখল করে আছে। সুদীর্ঘ কাল ধরেই এই উপমহাদেশে এই ধর্মীয় উৎসবটি এক সমৃদ্ধশালী ঐতিহ্য ধারণ করে আছে। যে কোন ধর্মীয় উৎসবই সাম্প্রদায়িক বিভেদ-বিভাজনকে অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন সূচনা করে। শারদীয় দুর্গাপুজার উৎসব সকলের মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা। একটি শ্বাশত সার্বজনীন উৎসব হিসেবে বাংলাদেশে এটি পালিত হয়। যেকোন ধর্মীয় উৎসব জাতি-রাষ্ট্রে সর্ব মানুষের মিলন ক্ষেত্র। 
সোমবার খালিশপুর-দৌলতপুর ও খানজাহান আলী থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বকুল বলেন, যুগ যুগ ধরে বাংলাদেশে সকল স¤প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করছে। ধর্মীয় উৎসব সা¤প্রদায়িক সীমানা অতিক্রম করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এক বৃহত্তর শুভেচ্ছার প্রাঙ্গণে মিলিত করে। সা¤প্রদায়িক স¤প্রীতি আমাদের জাতীয় ঐত্যিহের অংশ। বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ ও জাতি গড়তে চান। 
তিনি তারেক রহমানের দেওয়া নির্দেশনার উলে­খ করে বলেন, ‘যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপি’র নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে-সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তারেক রহমান বর্তমানে বিএনপি’র দ্বিতীয় শীর্ষ নেতা। তাঁর সিদ্ধান্ত ও নির্দেশনা অমান্য করে দল পরিচালনার কোনো সুযোগ নেই। বকুল দুর্গাপূজা নির্বিঘœ করতে নেতা-কর্মীসহ সমমনা দল ও আপামর জনগণকে সজাগ থাকার আহŸান জানিয়েছেন।
এ সময়ে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মতলুবুর রহমান মিতুল, লিযাকত হোসেন লাবলু, রুবায়েত হোসেন বাবু, শেখ আলমগীর হোসেন, শেখ রিয়াজ সাহেব, ইকবাল হোসেন মিজান, ইমদাদ, রফিকুল ইসলাম রফিক, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান বিপ্লব, সিয়াম হোসেন, জিয়াদুল ইসলাম, মলি চৌধুরী, তাসলিমা, তিন্নি ও শাহাবুদ্দিন প্রমূখ। পূজামন্ডপ পরিদর্শনকালে রকিবুল ইসলাম বকুল পূজারীদের মাঝে নতুন কাপড় ও পূজাসামগ্রী বিরতণ করেন। এর আগে তিনি ৪নং ওয়ার্ডে বিএনপি আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন।